হঠাৎই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে আসা ফোন কলের ওপর ভিত্তি করে খালি করে দেওয়া হলো সমস্ত পর্যটকদের তাজমহল থেকে। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, তাজমহলের সমস্ত দরজা। সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে কোন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোন করে জানিয়েছিলেন ,যে এই স্মৃতিসৌধের মধ্যে বোমা আছে। তাই স্বভাবতই সাধারণ মানুষের কথা মাথায় রেখে যথাসম্ভব সর্তকতা অবলম্বন করতে চেয়েছিলেন তাজমহলের ভারপ্রাপ্ত কর্তৃপক্ষ ।

এই খবর আসা মাত্রই পর্যটকদের সুরক্ষার খাতিরে তড়িঘড়ি চত্বরের তল্লাশি করে পুলিশ। অ্যালার্টে রাখা হয় সিআইএসএফকে, যদিও পরবর্তীতে প্রমাণিত হয় যে এই ফোন কলে আসা তথ্যটি সম্পুর্ন ভাবে মিথ্যে। এই ঘটনার জেরে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তি কে ওদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই সাধারণ মানুষকে ঢোকার অনুমতি দেওয়া হয় তাজমহলে। এদিন সকাল ১১:১৫ মিনিট নাগাদ ফের ছন্দে ফেরে তাজমহল।