এক মাস আগে তালিবানরা আফগানিস্তানকে নিজেদের করায়ত্ত করেছে। প্রায় ১০ হাজার জনকে হত্যা করে, ক্ষমতায় আসতে হয়েছে তাদের। তবে সরকার গঠন করতে ভয়াবহ সমস্যার মুখোমুখি হতে হয়েছিল জেহাদী এই জঙ্গিগোষ্ঠীকে। পেন্টাগনের নির্দেশ অনুসারে গত ৩১ ডিসেম্বরের আগেই সরকার গঠন করতে পারেনি তালিবানরা। তবে সরকার গঠনের পরে ও ভয়াবহ অর্থ সংকটের মুখে পড়তে চলেছে তালিবানরা ।জানা যাচ্ছে গত কুড়ি বছরে প্রায় শত বিলিয়ন ডলার উন্নয়ন খাতে খরচ করার পরও ভয়াবহ অর্থাভাবে ভুগছে নয়া আফগানি সরকার। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই গতকাল ইউনিসেফের তরফ থেকে জানানো হয়েছে আগামী এক বছরের মধ্যে আফগানিস্তানে মৃত্যু হতে পারে ১০ লক্ষ শিশুর । খাদ্যের অভাবে অপুষ্টির শিকার হয়ে মৃত্যু হতে পারে তাদের। আর সেই কারণেই এবার বিশ্বের ধনী দেশ গুলোকে আফগানিস্তানের পাশে থাকার জন্য আবেদন জানানো হয়েছে।

ইতিমধ্যেই তালিবান সরকার গঠন হয়েছে। তবে এদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেয়নি তারা। ইতিমধ্যেই গত জুলাই মাস থেকে সরকারি বেতন পায়নি অনেক কর্মচারীরাই। যার ফলে বাড়িতে রান্না করার মত ন্যূনতম সামগ্রীও নেই কারোর কাছে। ফলে বাড়ির সম্পত্তি বিক্রিতে উদ্যত হয়েছেন তারা। আফগানিস্তানের এক বাসিন্দা জানিয়েছেন, আফগানিস্তানের প্রায় প্রত্যেকটি শিশু বর্তমানে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে।