ইতিমধ্যেই আফগানিস্তানকে করায়ত্ত করেছে তালিবান। আর এই পরিস্থিতিতেই, কান্দাহার ও হেরাতের ২ দূতাবাসে লুটপাট চালাল তালিবান জঙ্গি গোষ্ঠী। জানা যাচ্ছে মূলত গোপন নথি সন্ধানেই এই দুই দূতাবাসে হামলা করে তালিবানরা। জানা যায় বন্ধ এই দুই দূতাবাসে আলমারি হাতরে প্রয়োজনীয় নথি জোগাড় করার চেষ্টা করে তারা। শুধু তাই নয়, ইতিমধ্যেই কাবুলের প্রত্যেকটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে এই জেহাদীরা। মূলত গোয়েন্দা সংস্থা এনএসএ’র সদস্যদেরই খোঁজার চেষ্টা করছে তারা।

উল্লেখ্য ইতিমধ্যেই প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করেছেন হাক্কানি গোষ্ঠীর প্রধান আনাস হাক্কানি। আর তারপরই হঠাৎ ভারতীয় দূতাবাসে হামলা চালায় তালিবানরা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই দুই দূতাবাসের সামনে রাখা সমস্ত গাড়ি বাজেয়াপ্ত করেছে তারা। ক্ষমতা দখলের পর থেকেই কাবুলের দায়িত্ব সামলাতে হাক্কানি গোষ্ঠী। মূলত তালিবানদের কাবুল দখলের পরই দেশের সরকারের তরফ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত উভয় পক্ষের বক্তব্য আগামী দিনে দেশের জনসাধারণকে নিরাপত্তা দেওয়া। আর সেই কারণেই হাক্কানি গোষ্ঠীর হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। কারণ হাক্কানি নেটওয়ার্কের হাতে প্রায় ছয় হাজার সশস্ত্র সেনা রয়েছে। সেক্ষেত্রে আগামী দিনে জাতি ও জনগণের সুরক্ষাতে হাক্কানি গোষ্ঠীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশাবাদী তারা।