ফের নিশানায় সেনাঘাঁটি, জম্মুর আকাশে দু’টি ড্রোন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 11 Second

ফের জম্মুর আকাশে উড়তে দেখা গেল ড্রোন। গতকালই জম্মু-কাশ্মীর বিমানবন্দরে পরপর দুটি বিস্ফোরণ এবং বায়ুসেনা স্টেশনের ওপরই একটি ড্রোনের মাধ্যমে বিস্ফোরণের ঘটনা সামনে আসায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত এলাকায়। সীমান্ত পুলিশ সূত্রে খবর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের জম্মু-কাশ্মীরের কালুচক এলাকায় সেনাঘাঁটির ওপর দুটি ড্রোন উড়তে দেখা যায়। ফলে স্বভাবতই সন্দেহের বশে পুলিশেরা ওই ড্রোনগুলিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করা হয় । জানা যাচ্ছে মোট ২৫ রাউন্ড গুলি চালানোর পরে ওখান থেকে সরে যায় ড্রোনগুলি। ওই এলাকা থেকে ড্রোনগুলো সরে যাওয়ার পরই এই ড্রোনগুলোকে খোঁজার জন্য তল্লাশি করা হয়।

পাশাপাশি কোথা থেকে এই ড্রোন পরিচালনা করা হচ্ছিল এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য এই ঘটনাটি ঘটে জম্মু পাঠানকোট সংলগ্ন কালুচখে অবস্থিত একটি সেনাঘাঁটির ওপরে। জানা যায় গতকাল রাত্রি সাড়ে এগারোটা নাগাদ এই সেনাঘাঁটির ওপরে একটি ড্রোনকে উড়তে দেখা যায়। জানা যাচ্ছে সেনাঘাঁটির ওপরে উড়তে থাকা এই ড্রোনকে লক্ষ করে গুলি করে ভাগানো হলে পরবর্তীতে মাঝরাতে সেখানে আরও একটি ড্রোন উড়তে দেখা যায় । পরবর্তীতে সেটিকেও গুলি করে সেখান থেকে তাড়ানো হয়। বর্তমানে এই দুটি ড্রোনের হোদিশ করতে তৎপর হয় জম্মু-কাশ্মীর সীমান্তের নিরাপত্তারক্ষীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেশের অর্থনৈতিক ক্ষতি পূরণে নয়া পদক্ষেপ অর্থ মন্ত্রকের । এম ভারত নিউজ

করোনাকালে বিপুল ক্ষয় ক্ষতির মুখে পড়ে ভেঙে গেছে দেশের অর্থনৈতিক মেরুদন্ড। ভারতের বর্তমান জিডিপি মাইনাস৭.৪ শতাংশ। বেশ কিছু ক্ষেত্রে অর্থনীতিতে প্রতিবেশী দেশ বাংলাদেশের থেকে পিছিয়ে পড়েছে ভারত। তাই এবার ভারতীয় অর্থনীতির থেমে যাওয়া চাকাকে সচল করতে একাধিক রিলিফ প্যাকেজ নিয়ে এল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আজকের এই ঘোষণায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী […]

Subscribe US Now

error: Content Protected