Read Time:1 Minute, 25 Second
নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ “বাংলা নিজের মেয়েকেই চায়” এই কর্মসূচীকে সামনে রেখে হাওড়ার আমতায় পদযাত্রা করল তৃণমূল। সোমবার গ্রামীণ হাওড়ার আমতা বিধানসভার বিকেবাটি গ্রাম পঞ্চায়েতের সেওড়াবেড়িয়া মোড় থেকে বিনলা পযর্ন্ত দুই কিলোমিটার পদযাত্রা করে তৃণমূল কর্মী সমর্থকরা। এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন গ্রামীণ হাওড়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত পাল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাদক্ষ রমেশ পাল সহ অন্যান্যরা।

এদিন জেলার তৃণমূল যুব সভাপতি সুকান্ত পাল বলেন,
“দিদির উন্নয়ন সমাজের সমস্ত স্তরের মানুষ উপলব্ধি করেছে। যুবশ্রী, কন্যাশ্রী থেকে সমব্যাথী সবকিছুই। এই প্রথম সমাজে সবস্তরের মানুষের কাছে প্রত্যেকটা সরকারি প্রকল্পকে পৌঁছে দিতে সরকার জনগণের দুয়ারে এসেছে। তাই বাংলার সমস্ত মানুষ নিজের ঘরের মেয়ে মমতা বন্দোপাধ্যায়কেই চায়”।