সোমবার থেকে টোকেন ব্যবস্থা শুরু হচ্ছে কোলকাতায়।এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 57 Second

অবশেষে ভোগান্তির শেষ । সোমবার থেকে শুরু হচ্ছে টোকেন ব্যবস্থা। জানা যাচ্ছে টিকাকরণে ফের টোকেন ব্যবস্থায় ফিরতে চলেছে মহানগরী। দেশজুড়ে চলছে টিকার আকাল । আর তার ফলেই মাঝরাতে থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল টিকা গ্রহণকারীদের। কেউ কেউ সারাদিন দাঁড়িয়ে থেকেও পাননি টিকা। আর তাই এবার তাঁদের জন্য সুখবর নিয়ে এলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবহন মন্ত্রী জানান প্রতিদিনের টিকা করনের জন্য তার আগের দিন ঘন্টা দুয়েকের জন্য টোকেন দেওয়া হবে। যারা টোকেন নেবেন, তাঁরাই পরদিন টিকা পাবেন। অর্থাৎ লাইন দিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে আসতে হবে না কাউকেই। জানা যাচ্ছে মেগা সেন্টারগুলো ছাড়াও ছোট বড় সব মিলিয়ে মোট ১৪৮ টি সেন্টারে টিকাকরণ শুরু হবে এই পদ্ধতিতে ।

পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, “আপাতত ১৮ থেকে ৪৪ বছর বয়সি গ্রহীতাদের জন্যই এই টোকেন ব্যবস্থা চালু হচ্ছে। কারণ ৪৫ ঊর্ধ্বদের লাইনে তুলনামূলক ভাবে ভিড় কম। ” এছাড়াও তিনি বলেন, “আমরা বিভিন্ন সেন্টারে দেখছি টিকা নেওয়ার জন্য ভিড় হচ্ছে। রাত থেকে লাইন দিচ্ছে লোকে। এমন পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, টিকা কেন্দ্রগুলিতে বিকেল চারটে থেকে ছ’টার মধ্যে টোকেন দেওয়া হবে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তীরন্দাজিতে নয়া সাফল্য ভারতের, কোয়ার্টার ফাইনালে দীপিকা- প্রবীণ।এম ভারত নিউজ

তিরন্দাজিতে নয়া সাফল্য পেল ভারত। সরকারিভাবে টোকিও অলিম্পিকের শুরু হয়েছে আজ সকালেই। তীরন্দাজিতে মিক্সড দলের এক অভিনব খেল প্রতিভা দেখতে পেল সমস্ত দর্শকেরা। আজ সকালে শুরুটা ঠিকমতো নাহলে শেষের দিকে দুরন্ত গতিতে নিজেদের ফ্রম ফেরাতে সফল হয়েছিলেন দীপিকা- প্রবীণ । জানা যায় আজ তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল চীনের লিনা চিয়া-এন […]

Subscribe US Now

error: Content Protected