প্রায় ১০ বছরের অপেক্ষা। দক্ষিণেশ্বরে পৌঁছল মেট্রো। বুধবার নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রোর ট্রায়াল সম্পন্ন হয়। এদিন সকালে প্রথম রেকটি পৌঁছয় নোয়াপাড়ায়। তাতে যাত্রী হিসাবে ছিলেন কলকাতা মেট্রোর কর্মীরা। সব ঠিক থাকলে আগামী এপ্রিলের মধ্যে এই রুটে যাত্রী সাধারণের জন্য পরিষেবা শুরু হবে।
মোট ৪.১ কিলোমিটার পথ পার করতে ৫ মিনিট সময় লাগার কথা একটি রেকের। কিন্তু এদিন প্রথম ট্রেনটি ধীর গতিতে দীর্ঘ সময় নিয়ে দক্ষিণেশ্বর পৌঁছয়।ট্রেন পরিচালনার জন্য এই অংশে লাগানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। যাতে খুব ঘন ঘন ট্রেন চালালেও ২টি ট্রেনের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা থাকবে না।নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মাঝে রয়েছে বরাহনগর নামে আরও ১টি স্টেশন।
বিশেষজ্ঞদের মতে, আপাতত ১ মাস চলবে পরীক্ষামূলক ট্রেন চলাচল। তারপর রেলওয়ে সেফটি কমিশনারের কাছে বাণিজ্যিক পরিষেবা শুরুর জন্য অনুমতি চাইবে রেল। সেই আবেদনে সম্মতি মিললে সরেজমিনে গোটা পরিকাঠামো খতিয়ে দেখতে আসবেন রেলওয়ে সেফটি কমিশনার। তারপর সেই দফতর ছাড়পত্র পেলে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই অংশের মেট্রো।