Read Time:1 Minute, 4 Second

আইপিএল ২০২০-এর এলিমিনিটর থেকে এলিমিনেট হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ বছর ও ট্রফি জেতা হলো না বিরাট কোহলি আর তাঁর দলের।জাতীয় দলকে সাফল্য এনে দিলেও অধিনায়ক আইপিএল এ কেন এভাবে বারবার ব্যর্থ হন, সে প্রশ্নেরও কোনো সদুত্তর মেলেনি। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে ৪ উইকেট হারিয়ে জিতে যায় হায়দরাবাদ। ২০১৬ র পর এবারও একি দলের কাছে হারল তারা। কিন্তু ফ্যানরা হতাশা কাটিয়ে এবারো সাপোর্ট করেছে প্রিয় দলকে আর আগামী বছরের জন্যও যথেষ্ট আশাবাদীও রয়েছে তারা। এখন শুধু অপেক্ষা ২০২১ এর আইপিএল এর।
