নয়াদিল্লিতে উপস্থিত মার্কিনীদের জন্য কৃষক বিক্ষোভের কারণকে সামনে রেখে সুরক্ষা সর্তকতা জারি করল ইউ এস প্রশাসন। তাঁদেরকে নয়াদিল্লিতে কৃষকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে নিজস্ব সুরক্ষার জন্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি নিজেদের এলাকা চয়নের ক্ষেত্রেও নির্দিষ্ট কয়েকটি দিক মাথায় রাখার কথা বলা হয়েছে। মূলত যে সমস্ত এলাকাগুলিতে বর্তমানে কৃষক বিক্ষোভ প্রকাণ্ড রূপ ধারণ করেছে সেই স্থানে না যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। পাশাপাশি বিশিষ্ট অঞ্চল, জনসমাগম ও বিক্ষোভ এড়াতে পরামর্শ দিয়েছে। মঙ্গলবার কৃষক ইউনিয়ন জানিয়েছে ,যে সংসদের চলমান বর্ষা অধিবেশন চলাকালীন তাঁরা যন্তর-মন্তর নামে একটি ‘ কৃষক সংসদ ‘ রাখবে এবং ২২ শে জুলাই থেকে প্রতি দিন, ২০০ জন প্রতিবাদকারী সেখানে উপস্থিত থাকবেন।

দূতাবাস বুধবার জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ” মার্কিন দূতাবাস, নয়াদিল্লির ২১ ও ২২শে জুলাই কৃষক ও পাল্টা প্রতিবাদকারী দ্বারা নয়াদিল্লির আশেপাশে সম্ভাব্য বিক্ষোভের সংবাদ প্রচার সম্পর্কে অবগত। এই ধরনের বিক্ষোভ কখনও কখনও সহিংসতার কারণ হতে পারে।” মূলত ওই দিনগুলিতে মার্কিনীদের বেশি সাবধান থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ইউ এস প্রশাসনের তরফে।