এনএসও গ্রুপকে ব্ল্যাক লিস্ট করল মার্কিন যুক্তরাষ্ট্র । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:3 Minute, 9 Second

বিশ্বব্যাপী অতি চর্চার পেগাসাস স্পাইওয়্যার নির্মাতাদেশ ইজরায়েলের এনএসও গ্রুপকে ব্ল্যাকলিস্ট করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। বিশ্বব্যাপী অতি চর্চায় থাকা এই পেগাসাপ স্পাইওয়্যার মূলত স্নুপিংয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের বাদল অধিবেশনের সময় এই পেগাসাস স্পাইওয়ারকে মুখ্য বিষয় হিসেবে তুলে ধরা হয়েছিল বিরোধী দলগুলির তরফে। আর তারপরই এই দেশের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, জানতে পারা যায়, এই পেগাসাস স্পাইওয়্যারকে হাতিয়ার করে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারগুলি রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে সমাজ সংস্কারক এবং মানবাধিকার কর্মী ব্যাবসায়িক নির্বাহি এবং ভিন্নমতাবলম্বী মানুষদের মোবাইল ফোন হ্যাক করে থাকে । নিপুণভাবে তাঁদের সমস্ত গোপনীয় তথ্য সর্বসমক্ষে নিয়ে চলে আসে। শুধু তাই নয় ,এই পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে কোনও ব্যক্তির মোবাইলের ভেতরে সমস্ত প্রয়োজনীয় তথ্য, ছবি ,এবং সেই ব্যক্তির লোকেশন প্রভৃতি বিষয় সম্পর্কে জানা সম্ভব হয়। এছাড়াও এই ফাইবারের মাধ্যমে উক্ত ব্যক্তির অনুমতি ছাড়াই তাঁর ফোনের ক্যামেরা অন করা সম্ভব হয়। যা যে কোনও ব্যক্তির জন্যই তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়।

এনএসও ছাড়াও আরও তিনটি কোম্পানিকেও মার্কিন যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করা হয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই বিষয়ে জানানো হয়েছে , ” বিদেশী সরকারগুলিকে আন্তঃজাতিক দমন পরিচালনা করতে সক্ষম হয়েছে। যা স্বৈরাচারী সরকারগুলি তাঁদের সার্বভৌমত্বের সীমানার বাইরে বেরিয়ে ভিন্নমত প্রদানকারী ব্যক্তিদের নীরব করার জন্য ভিন্নমতাবলম্বী মানুষ, সাংবাদিক এবং কর্মীদের ক্ষেত্রে এই স্পাইওয়্যার ব্যবহার করে থকেন ।” এনএসও গ্রুপ এই সিদ্ধান্তে স্বভাবতই হতাশ হয়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাঁদের এই সিদ্ধান্তকে পুনরায় বিবেচনা করার আবেদন জানানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রাজ্যবাসীর সুস্থতা কামনা করে দীপাবলীর শুভেচ্ছাবার্তা মমতার । এম ভারত নিউজ

দীপাবলিতে রাজ্যবাসীর শারীরিক সুস্থতা কামনা করে রাজ্যবাসীকে শুভেচ্ছাবার্তা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একই সঙ্গে কালীপুজো এবং দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানাতে দেখা গেল তাঁকে। দীপাবলীর দিনে সকাল বেলায় নিজের ফেসবুকে বাংলা এবং হিন্দি উভয় ভাষাতেই শুভেচ্ছাবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শুভেচ্ছা বার্তার মাধ্যমে সকলের সুস্থতা কামনা করতে দেখা যায় […]

Subscribe US Now

error: Content Protected