Read Time:58 Second

একটি সাক্ষাত্কারে Biocon Ltd-এর চেয়ারপার্সন কিরণ মজুমদার জানান, ২০২১ সালের জুন মাসের মধ্যেই ভারতে চলে আসতে পারে করোনা ভ্যাকসিন। তবে ভ্যাকসিন এলেই তা প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়ার মধ্যে রয়েছে বড় চ্যালেঞ্জ যার জন্যে ৮০ ডিগ্রির কোল্ড চেনের প্রয়োজন পড়বে, যা এদেশে ম্যানেজ করা সম্ভব নয়। তাই আশা AstraZeneca বা ভারত বায়োটেকের তৈরি COVAXIN-এর উপর। এই দুটি ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল আগামী ২-৩ মাসের মধ্যে শেষ হয়ে গেলে ২০২১ সালের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই এই দুটি ভ্যাকসিনও কেন্দ্রের অনুমোদন পেতে পারে ।