নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বেলিয়াতোড় রেঞ্জের মারখা, সালুকা ও আরও দু-একটি গ্রামের মানুষদের হাতির আতঙ্কে ঘুম উড়েছে। গত দু’দিন ধরে মেদিনীপুর জঙ্গল থেকে পালিয়ে আসা দলছুট একটি হাতি তান্ডব চালায় এই গ্রামগুলিতে। এবিষয়ে বেলিয়াতোড় ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার মইদুল বাবু জানিয়েছেন যে হাতিটির ডান পায়ে বেড়ি লাগানো আছে এবং ইতিমধ্যেই গ্রামের বেশ কয়েকটি যুবকের নজরে পড়েছে এই হাতিটি। মূলত পায়ের এই বেড়িটি খুলে দিতে পারলেই তা আবার স্বাভাবিক হাতির মতোই আচরণ করবে।
প্রসঙ্গত উল্লেখ্য গত দু’দিন এই হাতি তার তাণ্ডবলীলা চালিয়েছে গোটা গ্রামে । মাঠে লাগানো ধান, কুমড়ো, সহ বিভিন্ন ধরনের সবজি ক্ষেত ইতিমধ্যেই হাতির তান্ডব লীলায় শেষ হয়ে গেছে, মূলত খাবারের সন্ধানে এই তাণ্ডবলীলা চালাচ্ছে হাতিটি । এখানেই শেষ নয়, সুযোগ পেলেই রাতের অন্ধকারে খাবারের খোঁজে ঢুকে পড়ছে গ্রামে। খাবার না পেয়ে বাড়ি ঘর ভেঙে ফেলছে হাতিটি । ফলে হাতির হাত থেকে রক্ষা পেতে গ্রামগুলিতে চলছে দিনে-রাতে পাহারার কাজ। চাষীদের সাথে কথা বলে জানতে পারে গেছে এই দুর্দিনের মাঝে হাতির প্রকোপে তাঁদের বেশ ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যেই।
তাছাড়াও জঙ্গলে মানুষকে সাবধান করার জন্য বা পারাপার করার জন্য সহযোগিতায় নেমে পড়েছে গ্রামের যুবকেরা। বনদপ্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে কোনভাবে ঘুমপাড়ানি ইনজেকশন দিয়ে হাতিটিকে কোনভাবে বেড়ি মুক্ত করতে পারা যায় তারপরে তাঁকে আবার জঙ্গলেই আর পাঁচটা হাতির সাথে ছেড়ে দিতে পারবেন বনকর্মীরা। বর্তমানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেলিয়াতোড় রেঞ্জে বন বিভাগের কর্মীরা । ইতিমধ্যেই এলাকার মানুষকে সচেতন করার উদ্দেশ্যে মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়েছে।