চতুর্থ দফা নির্বাচনের আগে নির্বাচনী সম্প্রচারে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুটি সভা করবেন তৃণমূল নেত্রী তারপর সভা সম্পন্ন করে ফিরে আসবেন কলকাতায়। তবে আজ মুখ্যমন্ত্রীর সভার দিনই কোচবিহারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ৩২ বছরের এক যুবকের। যুবকের নাম প্রাণতোষ সাহা। এখনও পর্যন্ত জানা যাচ্ছে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে এই যুবকের। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ওই যুবকের মাথায় গুলি করে দুষ্কৃতীরা। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের ৪ নম্বর ওয়ার্ড-এর কামেশ্বরী রোডে। এই খবর সামনে আসার পর থেকেই চিন্তায় পড়েছেন এলাকাবাসী ।
চতুর্থ দফায় নির্বাচন ১০ এপ্রিল । শনিবার ভোটগ্রহণ হতে চলেছে কোচবিহারে । ঐদিন ভোটগ্রহণ হবে কোচবিহারের মোট ৯টি বিধানসভা কেন্দ্রে- কেন্দ্র গুলি হল মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ। তার আগেই এমন ঘটনা ঘটে যাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। শুটআউটের ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সরাসরি নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। তবে মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে সম্ভবত ব্যবসায়ীক শত্রুতার কারণে হত্যা করা হয়েছে তাঁদের ছেলেকে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। হত্যার কারণ খুঁজতে সবদিক খতিয়ে দেখতে পুলিশ ।