Read Time:1 Minute, 12 Second

পূর্ব মেদিনীপুরের এগরা-২ ব্লক অফিসের সভাগৃহ থেকে বেশ কয়েকহাজার টাকার সাউণ্ডসিস্টেম চুরির অভিযোগে গ্রেফতার ১ । ১৬ অক্টোবর চুরির ঘটনা ঘটে। এরপর তদন্তে নেমে ব্লকের সিসি টিভি ফুটেজ থেকে চিহ্নিত করে ওই অভিযুক্ত যুবককে পাকড়াও করে পুলিশ। অভিযুক্ত প্রদীপ জানার (২৩)কাছ থেকে শিক্ষাগত যোগ্যতার বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে অভিযুক্তের বাড়ি এগরা থানার বারভাগিয়া এলাকায়। চুরি প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান গাফিলতির বিষয়টি মেনে নিয়ে আগামী সতর্ক থাকার আশ্বাস দেন। এদিকে, প্রকাশ্য দিবালোকে সরকারি অফিস থেকে সিসিটিভি থাকা সত্বেও কী ভাবে চুরির মত ঘটনা ঘটে তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।