৮০০ কেজি গোবর চুরি। মহামূল্য দ্রব্য উদ্ধারে মাঠে নামল পুলিশ। এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 52 Second

এবার গোবর চুরি নিয়ে ধুন্ধুমার কান্ড বাঁধল ছত্তিশগড়ের কোরবায়। ৮০০ কেজি গোবর চুরির অভিযোগে লিখিত অঅভিযোগ দায়ের হল থানায়। গোবর চোরের খোঁজে মাঠেও নেমেছে পুলিশ। কিন্তু কী ভাবে ঘটল এই ‘বহুমূল্য’ চুরির ঘটনা? পুলিশ সূত্রে খবর, গত ৯ই জুন রাতে কোরবা জেলার ধুরেনা গ্রাম থেকে চুরি যায় ৮০০ কেজি গোবর।সেই পরিচয় চোরের বিরুদ্ধেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে দিকপা থানার পুলিশ। দিকপা থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সুরেশ কুমা জানিয়েছেন, ” ৮ কুইন্ট্যাল গোবর চুরি যায় গত ৯ই জুন রাতে। এরপর ১৫তারিখ অজ্ঞাতপরিচয় চোরের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ” সম্প্রতি ছত্তিসগড় সরকার ঘোষণা করে যে রাজ্যবাসীর কাছ থেকে ২টাকা প্রতি কেজি হিসেবে কিনে নেওয়া হবে গোবর। এই মর্মে ‘গোধন ন্যায় যোজনা’ নামে একটি প্রকল্পও চালু করে সেই রাজ্যের সরকার। এরপর থেকেই কার্যত এই মহামূল্য গোবর নিয়ে চুলোচুলি বেঁধে যায় রাজ্যে। ১৬০০ টাকা দামের ওই ৮০০ কেজি গোবর এই কারণেই চুরি গিয়েছে বলে অনুমান পুলিশের। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই যে তা নিয়ে হাসির রোল উঠেছে দেশবাসীদের মধ্যে, তা বলাই বাহুল্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবারও নয় কলকাতা, দুই বছরের চুক্তিতে ব্যাঙ্গালুরুতেই সুনীল । এম ভারত নিউজ

এবারও কলকাতায় সই করলেন না ভারতীয় ফুটবল অধিনায়ক। চলতি মরশুমে শোনা গিয়েছিল একবার তিনি খেলতে চলেছেন ইস্টবেঙ্গলে, সেইমত এগিয়ে গেছিল কথাও। কিন্তু ইস্টবেঙ্গল ও ইনভেস্টর শ্রী সিমেন্টের টানাপোড়েনে সেই কথা নিয়ে আর এগোতে চাই নি সুনীল। তাই সবকিছু ভেবে ব্যাঙ্গালুরুতেই থাকছে দলের অধিনায়ক হিসেবেই। ব্যাঙ্গালুরু ক্লাবের সিইও মন্দার তামানে বলেন, […]

Subscribe US Now

error: Content Protected