Read Time:1 Minute, 17 Second
দেশে তামাক জাতীয় দ্রব্য বিক্রির ব্যাপারে নতুন আইন আনতে চলেছে ভারত সরকার। সম্ভবত তামাক জাতীয় দ্রব্য বিক্রির ক্ষেত্রে বয়সের সিমা আরো বাড়ানো হবে। পূর্বে যা ছিল ১৮ বছর তা হয়তো বেড়ে গিয়ে করা হবে ২১ । সূত্রের খবর অনুসারে ইতিমধ্যেই এই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে ভারত সরকার। জানা গেছে এর মধ্যেই তামাকজাত দ্রব্য ও সিগারেট সংক্রান্ত নতুন সংশোধন আইন ২০২০ পাস করা হবে।

তারপরে তো পাঠানো হবে রাস্ট্রপতির কাছে এবং সম্ভবত কিছুদিনের মধ্যেই তা আইনে পরিণত হবে। তবে এই আইন পাস হলে সিগারেট কিনতে পারবেন না ২১ বছরের নিচে কেউই। শুধু ক্রেতারাই অধিকার হারাবেন তা নয় , পাশাপাশি অধিকার হারাবেন বিক্রেতারাও। একুশ বছরের নিচে কোন ব্যক্তিকে সিগারেট বিক্রি করলে হতে পারে জেল-জরিমানাও।