সরকারি উদ্যোগে ব্লক পিছু একটি করে করোনা শ্মশান গড়ে তোলার প্রকল্প শুরু হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি । অনেক মৃতের পরিবার মৃতদেহ নিজেদের এলাকার শ্মশানে দাহ করতে চাইলেও স্থানীয়দের বাধা ও উপযুক্ত সুরক্ষা বিধির অভাবে অধিকাংশ ক্ষেত্রেই তা সম্ভব হচ্ছে না । এমতাবস্থায় স্থানীয় শ্মশানেই দাহ করা হল করোনায় মৃত ব্যক্তির দেহ । এবং যা সম্ভব হয়েছে একটি কোভিড টাস্ক ফোর্স-এর উদ্যোগে । করোনা পরিস্থিতিতে কোলাঘাট ব্লক প্রশাসন ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে কোভিড টাস্ক ফোর্স গঠন করেছে । প্রতিটি টিমে রয়েছেন কুড়ি থেকে পঁচিশ জন সদস্য। যাঁদের কাজ নিজেদের এলাকায় করোনা সম্পর্কিত সচেতনতার বার্তা প্রচার করা, আক্রান্তের পরিবারের পাশে দাঁড়ানো ।

কোলাঘাট পঞ্চায়েত সমিতিতে এই টাস্ক ফোর্সের কর্মপদ্ধতি নিয়ে একটি সর্বদলীয় বৈঠক হয় । সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, কেউ হাসপাতালে করোনায় মারা গেলে মৃতের পরিবার যদি নিজের এলাকায় দেহ দাহ করতে চায় সেক্ষেত্রে সম্পূর্ণ সাহায্য করবে এই কোভিড টাস্ক ফোর্স । শুধু তাই নয় করোনা উপসর্গ নিয়ে কেউ বাড়িতে মারা গেলেও মৃতের পরিবারের ইচ্ছেয় সেই দেহ দাহ করতে সাহায্য করবেন তাঁরা ।
