Read Time:50 Second

সেপ্টেম্বর মাস জুড়ে পঞ্জাবের ১৬৭ টি শহরে প্রতি রবিবার করে লকডাউনের ঘোষণা করল পাঞ্জাব সরকার এছাড়াও রাজ্যের শহরগুলিতে সারা সপ্তাহ জুড়ে রাত ৯ টা ৩০ থেকে সকাল ৫ টা অবধি সাধারণ মানুষের জন্য যাতায়াত নিষিদ্ধ থাকলেও জাতীয় ও রাষ্ট্রীয় সড়কে চলাচল চালু থাকবে, চালু থাকবে আন্তঃরাজ্য যাতায়াত ব্যবস্থা । স্বাস্থ্য, কৃষি, ডেয়ারি, ফিশারি কার্যক্রম সহ ব্যাংক ও এটিএম ইত্যাদি সংক্রান্ত প্রয়োজনীয় পরিষেবা সহ জরুরী পরিষেবার অনুমতি দেওয়া হবে ।
