করোনার কোপ এবার রেলেও। একের পর এক ট্রেনচালক, গার্ডরা আক্রান্ত হচ্ছেন করোনায় । হাতেগোনা চালক নিয়েই দৌড়চ্ছে বাকি ট্রেন। এই পরিস্থিতিতে শিয়ালদহ শাখায় এবার বাতিল করা হচ্ছে ২৫টি লোকাল ট্রেন। চালক, গার্ডরা করোনা আক্রান্ত হওয়ায় বাধ্য হয়েই কোভিড পরিস্থিতিতে ট্রেন বাতিল করতে হচ্ছে বলে জানিয়েছে রেল। স্বাভাবিকভাবেই একসঙ্গে ২৫টি লোকাল ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের সমস্যা বহু গুণে বেড়ে গেল।
করোণা পরিস্থিতিতে এমনিতেই অধিক সংখ্যক ট্রেন চালানোর পক্ষে সওয়াল করেছিলেন বিশেষজ্ঞরা। ট্রেন যত বেশি চলবে ভীড়ও তত কম হবে আর ভীড় কম হলেই কমবে করোণা সংক্রমনের আশঙ্কা। এমনটাই যুক্তি দেখিয়েছিলেন তাঁরা।
তবে এবার বিপুল সংখ্যক চালক ও গার্ড করোণা আক্রান্ত হওয়ায় চালকের অভাবে বাধ্য হয়েই ২৫টি লোকাল ট্রেন বাতিল করেছে রেল।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার মানুষ। এটাই এখনও পর্যন্ত দেশের সর্বোচ্চ সংক্রমণ! এরাজ্যেও সংক্রমণের বিদ্যুৎ গতি। রবিবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪১৯ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ৫৯ হাজার ৯২৭ জন।