আরজিকরে এবার লক্ষাধিক টাকার স্টেন্ট কেলেঙ্কারি । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 19 Second

হবু চিকিৎসক ও অধ্যক্ষের দ্বন্দ্বকে ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে আর জি কর হাসপাতালের বর্তমান পরিস্থিতি। জুনিয়র ডাক্তারদের টানা আন্দোলনে রোগী-পরিষেবার বেহাল দশা। ঠিক এই পরিস্থিতিতেই আবার এক নতুন কেলেঙ্কারির জন্য চিন্তার ভাঁজ পড়েছে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের কপালে।

সূত্রের খবর, আরজিকর হাসপাতালের বিরুদ্ধে এবার প্রকাশ্যে এলো স্টেন্ট কেলেঙ্কারির অভিযোগ। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, সময় মতো ব্যবহার না হওয়ায় ২২১টি স্টেন্ট হাসপাতালের ইন্ডোর এমার্জেন্সি ফার্মাসিতে পড়ে পড়ে নষ্ট হয়েছে । এমনকি নতুন করে স্টেন্টের বরাত দেওয়া হয়েছিল ইন্ডোর এমার্জেন্সি ফার্মাসিতে স্টেন্ট থাকা সত্ত্বেও । যার প্রত্যেকটির দাম ছিল ৩০ হাজার টাকা!সব মিলিয়ে ৬৬ লক্ষ টাকার স্টেন্ট নষ্ট হয়েছে পড়ে পড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, ডেপুটি ডিরেক্টর হেলথ সার্ভিস প্রশান্ত বিশ্বাসের নেতৃত্বাধীন কমিটি গত ১১ অক্টোবরই ওই কেলেঙ্কারিতে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এরই মধ্যে জানা যায়, ২২১টি স্টেন্ট থাকা সত্ত্বেও নতুন স্টেন্টের বরাত দেওয়া হয়েছিল। এখানেই বড়সড় দুর্নীতির অভিযোগ উঠে আসছে। কার্ডিওলজি বিভাগে চিকিৎসক জানাচ্ছেন তাঁরা জানতেনই না যে এত সংখ্যক স্টেন্ট পড়ে ছিল! এই ঘটনায় তৃণমূল সাংসদ চিকিৎসক শান্তনু সেনের প্রতিক্রিয়া, যদি কোনও অভিযোগ থাকে তা তদন্তসাপেক্ষ। আরজি কর কর্তৃপক্ষও বলছে তারা যথাযথ তদন্ত করবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা টিকার ক্ষেত্রে নয়া মাইলস্টোন ছুঁলো ভারত। এম ভারত নিউজ

করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নয়া মাইলস্টোন স্থাপন করল ভারত। এদেশে আজই মোট ১০০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া সম্পূর্ন হল! আর এই লক্ষ্য ছুঁয়ে ফেলার সাথে সাথেই অভিনন্দন জানাতে দিল্লির আমএমএল হাসপাতালে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী মোদি। আপাতত এই উপলক্ষ্যকে কেন্দ্র করে দারুণ সেলিব্রেশনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর অনুসারে, এই […]

Subscribe US Now

error: Content Protected