শনিবার রাতে ডেলাওয়ারের উইলমিংটনে ‘ভিকট্রি স্পিচ’ দেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট বাইডেন । সেখানেই তিনি ঘোষণা করেন কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় তিনি কয়েকজন উপদেষ্টা নিয়োগ করবেন । আর সেই উপদেষ্টাদের মধ্যেই এক বিশেষ পদ পেতে চলেছেন এক ভারতীয় । ৪৩ বছরের চিকিৎসক বিবেক মূর্তি এবার নয়া মার্কিন প্রেসিডেন্টের করোনা টাস্ক ফোর্সে থাকবেন বলেই জানা গেছে ।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবে বিবেককে আমেরিকার সার্জেন জেনারেল হিসেবে নির্বাচিত করা হয়েছিল । জানা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিবেক মূর্তিই এবার কোভিড-১৯ মোকাবিলায় গঠিত টাস্ক ফোর্সের অন্যতম কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন । মাত্র ৩৭ বছর বয়সে দেশের সরকারি জনস্বাস্থ্য পরিষেবার শীর্ষপদে জায়গা করে নেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরেই আমেরিকায় এইডস সচেতনতা প্রচারের কাজেও যুক্ত রয়েছেন তিনি ।