এবার করোনার থাবা আট এশিয়াটিক সিংহের শরীরের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 3 Second

হায়দরাবাদের নেহেরু জুওলজিকাল পার্কে মোট ৮ টি এশিয়াটিক সিংহ করোনাই আক্রান্ত হয়েছে বলে জানা গেছে ইতিমধ্যেই। করোনা সংক্রমণে জেরে নাজেহাল গোটা দেশ আর এই মুহূর্তে শরীরে সংক্রমণ এক অনন্য চিন্তার মধ্যে ফেলে দিল দেশের বনদপ্তর এবং সরকারকে। এবং একইসাথে এতগুলো পশুর একত্রিতভাবে সংক্রমণ বাকি পশুদের সংক্রমণের কারণ হয়ে উঠতে পারে বলেই জানানো যাচ্ছে।

মূলত বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ভারতে এই প্রথম কোন পশুর করোনা সংক্রমনের খবর পাওয়া গেছে। প্রসঙ্গত উল্লেখ্য পার্কের কমিটির তরফ থেকে জানানো হয়েছে, গত বেশ কয়েকদিন ধরেই পশুগুলি শরীরে করোনার উপসর্গ গুলি পরিলক্ষিত করা হয়। তারপরেই সন্দেহের বশেই পার্কের তরফ থেকে সমস্ত পশুর শরীরে করোনা পরীক্ষা করানো হলে কিছুদিন আগেই রিপোর্ট পজেটিভ আসে।

প্রসঙ্গত উল্লেখ্য ,তবে হঠাৎ করে কিভাবে পশুগুলি এভাবে সংক্রমিত হল সেই বিষয়ে এখনও ধোঁয়াশা থেকে যাচ্ছে ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পার্কে আগত সমস্ত পর্যটক অথবা পশুদের পরিচর্যায় নিয়োজিত কর্মীদের শরীর থেকেই, এই রোগের সংক্রমণ ঘটেছে তাদের শরীরে । তাই বর্তমানে পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে পার্কের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাধারণ মানুষের জন্য অনির্দিষ্ট কালের জন্যই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল "হুল এক্সপ্রেস"। এম ভারত নিউজ

ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল হুল এক্সপ্রেস । করোনার প্রথম ঢেউয়ে লকডাউনের সময় প্রায় বছরখানেক ধরে সিউড়ি – হাওড়া হুল এক্সপ্রেস বন্ধ থাকার পর চলতি বছর ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে সিউড়ি হাওড়া স্পেশাল ট্রেন নামে পুনরায় চলাচল করতে শুরু করে। কিন্তু বেশি দিনের জন্য এই ট্রেনের চলাচল স্থায়ী […]

Subscribe US Now

error: Content Protected