হায়দরাবাদের নেহেরু জুওলজিকাল পার্কে মোট ৮ টি এশিয়াটিক সিংহ করোনাই আক্রান্ত হয়েছে বলে জানা গেছে ইতিমধ্যেই। করোনা সংক্রমণে জেরে নাজেহাল গোটা দেশ আর এই মুহূর্তে শরীরে সংক্রমণ এক অনন্য চিন্তার মধ্যে ফেলে দিল দেশের বনদপ্তর এবং সরকারকে। এবং একইসাথে এতগুলো পশুর একত্রিতভাবে সংক্রমণ বাকি পশুদের সংক্রমণের কারণ হয়ে উঠতে পারে বলেই জানানো যাচ্ছে।
মূলত বনদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ভারতে এই প্রথম কোন পশুর করোনা সংক্রমনের খবর পাওয়া গেছে। প্রসঙ্গত উল্লেখ্য পার্কের কমিটির তরফ থেকে জানানো হয়েছে, গত বেশ কয়েকদিন ধরেই পশুগুলি শরীরে করোনার উপসর্গ গুলি পরিলক্ষিত করা হয়। তারপরেই সন্দেহের বশেই পার্কের তরফ থেকে সমস্ত পশুর শরীরে করোনা পরীক্ষা করানো হলে কিছুদিন আগেই রিপোর্ট পজেটিভ আসে।
প্রসঙ্গত উল্লেখ্য ,তবে হঠাৎ করে কিভাবে পশুগুলি এভাবে সংক্রমিত হল সেই বিষয়ে এখনও ধোঁয়াশা থেকে যাচ্ছে ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পার্কে আগত সমস্ত পর্যটক অথবা পশুদের পরিচর্যায় নিয়োজিত কর্মীদের শরীর থেকেই, এই রোগের সংক্রমণ ঘটেছে তাদের শরীরে । তাই বর্তমানে পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে পার্কের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সাধারণ মানুষের জন্য অনির্দিষ্ট কালের জন্যই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।