Read Time:1 Minute, 17 Second
মাদক চক্রে আগেই রিয়া চক্রবর্তী ও তাঁর ভাইকে গ্রেফতার করেছে নারকোটিকস ব্যুরো। তদন্তে সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরের নাম উঠে আসে আর এবার উঠে এল দীপিকা পাডুকোনের নাম । সুশান্ত সিংয়ের মৃত্যুর তদন্ত করতে গিয়েই কয়েকজন বলি তারকার হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে আসে এনসিবির । তার মধ্যে ‘ডি’ ও ‘কে’ নামে দুটি অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক কিছু কথা চালাচালি হতে দেখেন এনসিবির তদন্তকারীরা। অনুমান মাদক সংক্রান্ত বিষয়েই কথা চলছিল দুটো প্রোফাইল থেকে। ‘D’ অর্থাৎ দীপিকা বলে চিহ্নিত করা হয়েছে আর ‘K’ অর্থঅৎ করিশ্মা। করিশ্মা একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির কর্মী। তিনি দীপিকার ম্যানেজার বলেও জানা গিয়েছে। মঙ্গলবারই তাঁকে তলব করেছে নারকোটিকস ব্যুরো। চলতি সপ্তাহেই দীপিকাকেও তলব করা যেতে পারে ।
