এবার আউশগ্রাম, খেলতে গিয়ে গণ ধর্ষণের শিকার দুই কিশোরী ! এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 55 Second

ফের ধর্ষণের ঘটনা রাজ্যে। একই দিনে একই সঙ্গে দুটি। জোড়াবাগানের পর এবার আউশগ্রাম। খেলতে গিয়ে গনধর্ষণের শিকার দুই কিশোরী। পুর্ব বর্ধমানের আউশগ্রামের দুই কিশোরীকে ৫ যুবক একইসঙ্গে গনধর্ষন করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। দুই নির্যাতিতাকে প্রথমে গুরুতর আহত অবস্থায় বননবগ্রাম হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাদের স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর সোমবার বিকেলে আউশগ্রামের শুখাডাঙ্গা গ্রামের একটি পুকুরের পাশে বসে গল্প করছিল ওই দুই কিশোরী।সেখানেই হঠাৎ তাদের উপর চড়াও হয় ৫ যুবক।তারপরেই তাদেরকে জোর করে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয় বলেই খবর।

দুই নির্যাতিতার বয়সি ১৩ বছরের কাছাকাছি তাদের মধ্যে একজন অষ্টম শ্রেণীর ছাত্রী। জানা গিয়েছে কাছেই জড়কাডাঙ্গা গ্রামে ১টি শ্রাদ্ধের অনুষ্ঠানে পরিবারের সাথে দিয়েছিল দুজন। সেখান থেকে গ্রামে ফিরে বিকেলবেলা খেলতে যায় দুই কিশোরী আর তখনই ঘটে এই নৃশংস ঘটনা।
নির্যাতিতার বাবা জানান ” রাত অবধি ও মেয়েকে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে গিয়ে দেখি মেয়ে এবং তার বান্ধবী প্রচন্ড কাঁদছে এরপর আমরা তাদের আশ্বস্ত করলে তখন সমস্ত ঘটনার কথা খুলে বলে তারা।তখন তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় “
নির্যাতিতাদের অভিযোগ ওই দিন সন্ধ্যেবেলা হঠাৎ করেই ওই যুবক তাদের উপর চড়াও হয়ে জোর করে তাদেরকে জঙ্গলে তুলে নিয়ে যায়, তার পরেই সেখানে গণধর্ষণ করা হয় তাদের। ওই পাঁচ যুবককে আগে থেকে চিনত বলেও জানিয়েছে দুই কিশোরী।
পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দুই নির্যাতিতার পরিবারের তরফ থেকে। জানানো হয়েছে অভিযুক্তদের নামও।

রাজ্যজুড়ে একের পর এক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। এই পরিস্থিতিতে সত্যিই কোথায় দাঁড়িয়ে রাজ্যে নারী নিরাপত্তা উঠছে প্রশ্ন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নেই রোজগার, মাথায় লক্ষাধিক টাকার ঋণের বোঝা, তবুও মার্সিডিজে ঘোরেন সায়ন্তিকা ৷ এম ভারত নিউজ

একুশের বিধানসভা নির্বাচনে বঙ্গ রাজনীতির ময়দানে যেন মেলা বসেছে তারকাদের। রাজনীতিতে যোগ দেওয়ার জোয়ার লেগেছে টলিউড জুড়ে। সেই জোয়ারে ভেসে এই নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়। বহুদিন যাবৎ টলিউডের কোনো ছবিতেই দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে খুব সামান্য কটি সিনেমাই আছে তাঁর ঝুলিতে। ২০২১ এর […]

Subscribe US Now

error: Content Protected