এবার মা হতে পারবেন সমকামী নারী এবং সিঙ্গেল মাদাররাও। এহেন যুগান্তকারী সিদ্ধান্ত নিল ফ্রান্স সরকার। আইভিএফ পদ্ধতিতে এবার সন্তান ধারণ করতে পারবেন ফরাসী নারীরা। এই আইনেই শিলমোহর দিল সেদেশের সরকার। দুই বছর ধরেই পার্লামেন্টে চলছিল এই আইন নিয়ে আলোচনা পর্যালোচনা। অবশেষে মিলল মান্যতা।সহজ ছিলনা এই লড়াই। দীর্ঘদিন ধরেই ফরাসি প্রশাসন চেষ্টা চালাচ্ছিল আইনটি লাগু করার। কিন্তু রক্ষণশীল বিরোধীদের বিরোধিতার ফলে কিছুতেই সম্ভব হচ্ছিলনা তা। প্রায় ৫০০ ঘন্টার বিতর্ক এবং ১২০০০ বার পরিবর্তন হয়েছে আইনটি নিয়ে। অবশেষে ম্যাক্রোঁ এবং তাঁর মন্ত্রীসভার চেষ্টার পাশ হল আইনটি।
ফ্রান্সে এতদিন আইভিএফ বৈধ থাকলেও সমকামী এবং অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে অবৈধ ছিল তা। অন্যদিকে আবার বৈধ ছিল সমকামী বিবাহ। তাহলে সন্তান ধারণে সমস্যা কোথায় তা নিয়েই বার বার উঠত প্রশ্ন।এছাড়াই এই আইনে বলা হয়েছে স্পার্ম ডোনারের মাধ্যমে কারো সন্তান হলে সেই সন্তান ১৮ বছর বয়সে গিয়ে জানতে চাইতে পারে তার বায়োলজিক্যাল বাবা কে। যদি এই প্রশ্ন সে তোলে, তাহলে সঠিক উত্তর দিতে হবে সন্তানকে। সন্তান চাইলে বাবার সঙ্গে দেখাও করতে পারে। দ্রুতই ফ্রান্সে চালু হতে চলেছে এই আইন। যার ফলে খুশিতে আত্মহারা সেদেশের এলজিবিটিকিউ কমিউনিটি।