Read Time:1 Minute, 18 Second
ইজরায়েলের সামরিক ক্ষমতার সাক্ষি সারা বিশ্ব । এবার ইজরায়েলের সঙ্গেই যৌথ উদ্যোগে যুদ্ধাস্ত্র বানানোর পরিকল্পনায় ভারত। সীমান্ত সংঘাতের পরিস্থিতিতে সামরিক শক্তি আরও বাড়াতেই এই উদ্যোগ । অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করতে Sub Working Group নামক একটি গ্রুপ তৈরি করে ভারত ও ইজরায়েল । গত বৃহস্পতিবার দুই দেশের প্রতিরক্ষা সচিব ও সামরিক অস্ত্র নির্মাণকারী সংস্থার প্রতিনিধিদের বৈঠকেট অত্যাধুনিক প্রযুক্তি একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলা হয় । সমরাস্ত্র উৎপাদন, টেকনিক্যাল সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ইত্যাদির সহযোগে উন্নতমানের অস্ত্র তৈরি হবে দুই দেশেই । অস্ত্র তৈরির পাশাপাশি প্রয়োজনে অন্য দেশেও রফতানি করা হবে বলেই জানানো হয়েছে প্রতিরক্ষা দপ্তরের তরফে ।
