
বিনোদন জগতে জ্যোতি বসু ! কি অবাক হচ্ছেন ? এমনটাই এবার ঘটতে চলেছে বাংলা বিনোদন জগতে । প্রয়াত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়েই এবার ওয়েব সিরিজ নিয়ে আসছেন পরিচালক অরুণ রায় । দু’দশকেরও বেশি সময় ধরে বাংলায় রাজত্ব চালিয়েছেন জ্যোতি বসু । সেই জ্যোতিবাবুর জীবন নিয়েই এ বার সিরিজ । বরাবরই অন্য ধরণের ছবি করতে পছন্দ করেন অরুন । এর আগে ‘হীরালাল সেন’-এর মত ছবির পরিচালনায় দেখা গিয়েছিল তাঁকে । জ্যোতি বসুকে নিয়ে গৌতম ঘোষের একটি তথ্যচিত্র থাকলেও ওয়েব সিরিজ এই প্রথম । বাম আমলের এই শক্তিশালী নেতাকে বেছে নেওয়ার কারণ, তাঁর রাজনৈতিক চিন্তাশক্তি এবং কাজের পদ্ধতি ও বুদ্ধির সঙ্গে অন্য কোনও নেতার তুলনা সম্ভব নয় । জানা যাচ্ছে, সিরিজে জ্যোতি বসুর রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের উল্লেখও থাকবে । এখনও পর্যন্ত সিরিজের নাম ঘোষণা করেননি পরিচালক । তবে খুব শীঘ্রই নাম ঘোষণার পাশাপাশি শ্যুটিংও শুরু হয়ে যাবে বলেই সূত্রের খবর । এখন শুধুই দাপুটে বঙ্গ সন্তানকে পর্দায় দেখার অপেক্ষা ।