টুইটারের CEO পদে এবার পরাগ আগরওয়াল । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 9 Second

আগেই ভারতীয়দের গর্বিত করে গুগলের সিইও পদে বসেন ভারতীয় বংশোদ্ভূত সুন্দররাজন পিচাই। এবার সেই একই পথে হেঁটেই টুইটারের চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও পদে বসতে চলেছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত। তাঁর নাম পরাগ আগরওয়াল। গতকাল অর্থাৎ সোমবারই এক বিবৃতির মাধ্যমে সিইও পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে পদত্যাগের কথা ঘোষণা করে ডর্সি লেখেন, “১৬ বছর ধরে আমাদের সংস্থায় বিভিন্ন দায়িত্ব পালনের পর আমার বিদায নেওযার সময় এসে গিয়েছে। পরাগ (পারগ আগরওয়াল) হচ্ছেন আমাদের সিইও। প্রতিষ্ঠাতাদের ছাড়াই সংস্থা এগিয়ে যেতে পারে বলে আমি মনে করি। তাই সিইও পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” অন্যদিকে, এহেন গুরু দায়িত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত পরাগ। তিনি বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি।’

প্রায় এক দশক ধরে টুইটারের সঙ্গে যুক্ত আইআইটি বম্বের প্রাক্তনী পরাগ। ২০১৭ সালে মাইক্র-ব্লগিং সাইট টুইটারের চিফ টেকনোলজি অফিসার পদে অভিষেক হয় পরাগের। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী বলে পরিচিত পরাগ মুম্বইয়ের স্কুলেই পড়াশোনা করেছেন। প্রথমে আইআইটি বম্বে থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে করেন বি.টেক। তারপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডক্টরেট করেছেন টুইটারের নয়া সিইও পরাগ আগরওয়াল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের আবেদন খারিজ । এম ভারত নিউজ

বাদল অধিবেশনে হট্টগোল। তাই সংসদের শীতকালীন অধিবেশন থেকে গতকাল সাসপেন্ড করা হয় বিভিন্ন দলের ১২ জন সাংসদকে। আর সেই সাসপেনশন প্রত্যাহারের আবেদনই করেছিলেন বিরোধীরা। কিন্তু বুধবার সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের আবেদন খারিজ করেন রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু। এরপরেই রাজ্যসভা থেকে ওয়াকআউট করল বিরোধী পক্ষ। গতকাল প্রথমবার সংসদের ইতিহাসে নজিরবিহীনভাবে ১২ জন […]

Subscribe US Now

error: Content Protected