0
0
Read Time:1 Minute, 26 Second
রাজ্যের কয়লা পাচার মামলার জট খুলতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে সিবিআই। এবার কয়লা পাচার মামলায় রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের আসানসোল ও কলকাতার ৬টি বাড়িতে তল্লাশি চালালো সিবিআই। বুধবার সকাল ৮:১৫ নাগাদ সিবিআই আধিকারিকরা আসানসোলের আপকার গার্ডেনের মলয় ঘটকের বাড়িতে হানা দেন। এরপর সিবিআই-এর অন্যান্য আধিকারিকরা মলয় ঘটকের চেলিডাঙার পৈতৃক বাড়িতে ও আপকার গার্ডেনের অন্য বাড়ি তে হানা দেন। আসানসোলের পাশাপাশি কলকাতার লেক গার্ডেন্সের বাড়িতে ও ডালহৌসির সরকারি বাসভবনে যায় সিবিআই। সিবিআই আধিকারিকরা মলয় ঘটককে টানা আট ঘণ্টা ধরে জেরা করেন। দীর্ঘ জেরার পর বিকেল সাড়ে চারটে নাগাদ সরকারি বাসভবন থেকে হাসি মুখে বেরোতে দেখা যায় মলয় ঘটককে, তবে সাংবাদিকদের কাছে মুখ খুলতে চাননি তিনি।