এবার ইডির তলব পার্থকে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 53 Second

নিজস্ব প্রতিনিধি: সিবিআই-এর পর এবার ইডি সমন পাঠালো পার্থ চট্টোপাধ্যায়কে। ইডির সূত্রের খবর এই যে প্রকাশ্য একটি মঞ্চে দাঁড়িয়ে পার্থবাবু একটি অর্থ লগ্নিকারী সংস্থাকে সমর্থন করেছিলেন, যার জন্যই তাকে আজ সমন পাঠানো হয়েছে।

তবে কেবলমাত্র বেহালা পশ্চিমের এই তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়কেই নয়, এবার কলকাতা পৌরসভার অন্য এক বিদায়ী কাউন্সিলরকেও ডেকে পাঠিয়েছে ইডি। ওই বিদায়ী কাউন্সিলরের নাম বাপ্পাদিত্য দাশগুপ্ত। তার সঙ্গে ওই অর্থলগ্নিকারী সংস্থাটির ঠিক কী সম্পর্ক ছিল, সে ব্যাপারে জানতে চেয়ে তাকে সমন পাঠানো হয়েছে ইডির তরফে। আগামী সপ্তাহেই এই দুই নেতাকে একসাথে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে ইডি সূত্রে খবর।

এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে, এর আগে এই একই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। কিন্তু সেইসময় ভোটের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারেননি তিনি, এবং সেই কথা তিনি একটি চিঠি মারফত সিবিআইকে জানিয়ে দিয়েছিলেন। তবে এবারে ইডির থেকে পাওয়া এই সমন রাজ্যের শিক্ষামন্ত্রীকে এবার যে বেশ খানিকটা অস্বস্তির মুখে ফেলল, সেকথা বলাই যায়।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা রুখতে উদ্ধব ঠাকরে ‘জনতা কার্ফু’ জারি করল| এম ভারত নিউজ

দেশজুড়ে করোনা সংক্রমণের মাত্রা হু হু করে বাড়ছে, মহারাষ্ট্র সব থেকে বেশি এগিয়ে| মহারাষ্ট্রে করোনা সংক্রমণের হার অত্যাধিক হারে বাড়ছে| রাজ্যে শুধু লকডাউন নয়, কড়া ‘জনতা কার্ফু’ জারি হচ্ছে । মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মঙ্গলবার প্রশাসনিক এই সিদ্ধান্তের কথা জানালেন। বুধবার, ১৪ এপ্রিল রাত ৮টা থেকে ১ মে সকাল ৭টা পর্যন্ত […]

Subscribe US Now

error: Content Protected