এবার বৃহৎত্তম চন্দ্রগ্রহণ দেখবে পৃথিবীবাসী । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 31 Second

আবারও লাল চাঁদ দেখতে আগ্রহী বিশ্ববাসী। জানা যাচ্ছে, শতাব্দীর সবচেয়ে বড় চন্দ্রগ্রহণের সাক্ষী থাকতে চলে যায় গোটা বিশ্ব। আগামী ১৯নভেম্বর দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা চন্দ্রগ্রহণ হতে চলেছে বলেই জানাচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। সেদিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও , এই শতাব্দীর সবচেয়ে বড় চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে সকলেই। জানা যাচ্ছে এই বছর কার্তিক পূর্ণিমা দিনেই চন্দ্রগ্রহণ হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সেদিন সূর্য এবং চাঁদের মাঝখানে থাকতে চলেছে পৃথিবী যার ফলে প্রায় ৯৭ শতাংশ চাঁদ লাল হতে চলেছে। আর এই বিরল দৃশ্য সরাসরি লাইভ টেলিকাস্ট করা হবে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তরফে। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার এই ঘোষণায় স্বভাবতই খুশি হয়েছে মহাকাশ প্রেমীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তরফ থেকে জানানো হয়েছে। পৃথিবীর ছায়া এইদিন সরাসরিভাবে চাঁদের উপর পড়তে চলেছে পাশাপাশি ভারতের বিভিন্ন অংশ থেকেও দেখা যাবে চন্দ্রগ্রহণ। মূলত অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আসাম এবং পূর্ব ভারতের বেশ কিছু অংশ থেকেই দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। জানা যাচ্ছে ১৯ শে নভেম্বর সকাল ১১:৩০ মিনিট থেকে বিকেল ৫:৩৩ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে। উল্লেখ্য ভারত ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকেই চন্দ্রগ্রহণ উপভোগ করা যাবে। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর ইউরোপ এবং অস্ট্রেলিয়া অন্যতম সরাসরি সম্প্রচারের চোখ রাখতে গেলে প্রযোজ্য লিংকে ক্লিক করতে হবে বিশ্ববাসীকে। নাসার তরফ থেকে ইতিমধ্যেই লিংক দেওয়া হয়েছে। এটি হল,
https:// solarsystem. nasa.gov/resources/2655/whats-up-november-2021/।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

৯ বছরেই জলের তলায় সুন্দরবন ? । এম ভারত নিউজ

দ্রুত গতিতে বাড়ছে সামুদ্রিক জলস্তর। আর এক দশকের মধ্যেই ডুবে যেতে পারে সুন্দরবন। সেই সঙ্গে ২০৩০ সালের মধ্যেই জলের স্রোতে ভেসে চলে যেতে পারে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরালা, গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলি। এই তথ্য উঠে এসেছে এক মার্কিন সংস্থার গবেষণায় । ক্লাইমেট চেঞ্জ নামের ওই সংস্থার দাবি, আগামী ন’বছরের মধ্যেই সমুদ্রের নিচে […]

Subscribe US Now

error: Content Protected