এবার রাজ্যে কমতে চলেছে বিলিতি পানীয়র দাম। এম ভারত নিউজ

admin

সুরাপ্রেমীদের জন্যে সুখবর। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৬ নভেম্বর থেকে রাজ্যে কমতে চলেছে বিলিতি মদের দাম। এমনকি, এখনকার তুলনায় কিছুটা হলেও সস্তা হতে চলেছে বিয়ারও। রাজ্য সরকারের তরফে আবগারি শুল্ক কমানোর জন্যই কমছে এই দাম। বিশেষজ্ঞদের দাবি, এই দাম করার ফলে বাজারের স্বাভাবিক নিয়মেই উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে বিলিতি মদ ও বিয়ার বিক্রির পরিমাণ। তাই সেক্ষেত্রে রাজ্যের সার্বিক আবগারি রাজস্ব আদায়ও বাড়তে পারে, এমনটাই আশা করছে প্রশাসন।

0 0
Read Time:2 Minute, 6 Second

সুরাপ্রেমীদের জন্যে সুখবর। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৬ নভেম্বর থেকে রাজ্যে কমতে চলেছে বিলিতি মদের দাম। এমনকি, এখনকার তুলনায় কিছুটা হলেও সস্তা হতে চলেছে বিয়ারও। রাজ্য সরকারের তরফে আবগারি শুল্ক কমানোর জন্যই কমছে এই দাম। বিশেষজ্ঞদের দাবি, এই দাম করার ফলে বাজারের স্বাভাবিক নিয়মেই উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে বিলিতি মদ ও বিয়ার বিক্রির পরিমাণ। তাই সেক্ষেত্রে রাজ্যের সার্বিক আবগারি রাজস্ব আদায়ও বাড়তে পারে, এমনটাই আশা করছে প্রশাসন।

বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে বিলিতি মদের দাম এখনকার তুলনায় প্রায় ২৫ শতাংশ কমতে চলেছে। বোতলের (৭৫০ মিলিলিটারের ক্ষেত্রে বিবেচ্য) সর্বোচ্চ ২,০০০ টাকা এমআরপি পর্যন্ত থাকলে সেক্ষেত্রে দাম ১০০ থেকে ৪৫০ টাকা মতো কমবে এমনটাই আশা করা যায়। আর ২,২০০-২,৩০০ টাকা এমআরপি-র ক্ষেত্রে ৫০০-৬০০ টাকা পর্যন্তও দাম কমতে পারে।

উদাহরণস্বরূপ, বর্তমানে রয়্যাল স্ট্যাগ ৭৫০ মিলি বোতলের দাম ৯৮০ টাকা, যা মঙ্গলবার থেকে কমে হতে পারে ৭১০ টাকা মতো। ব্লেন্ডার্স প্রাইডের দাম আবার প্রায় ৪৩০ টাকা কমে দাঁড়াতে পারে ৯২০ টাকায়। অন্য দিকে, রয়্যাল চ্যালেঞ্জ-এর দাম কমে ১০০০ টাকা ৭৩০ টাকা ও ম্যাকডয়েল রামের বোতলের দাম ৬৪০ টাকা ৫৪০ টাকা হতে পারে। যদিও দোকানের পুরনো স্টক শেষ না হওয়া পর্যন্ত নতুন দামের কোনো স্টকই তুলবে না দোকানগুলি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় পাঞ্জাব । এম ভারত নিউজ

সীমান্তে বিএসএফের এলাকা বৃদ্ধির প্রতিবাদে পঞ্জাবের কংগ্রেস সরকার প্রস্তাব পাশ করল ৷ ইতিমধ্যেই উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রনধাওয়া পঞ্জাব বিধানসভায় বিশেষ অধিবেশনে এই প্রস্তাব পাশ করান । এমনকি বিএসএফের এক্তিয়ার ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করার ঘটনাকে রাজ্য পুলিসের অপমান বলেও উল্লেখ করা হয়৷ সুখজিন্দর সিং রনধাওয়া বলেন, রাজ্য পুলিস […]

Subscribe US Now

error: Content Protected