এবার লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত তৃতীয় লিঙ্গও । এম ভারত নিউজ

Mbharatuser

এবার তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের জন্য অত্যন্ত সুখবর। মুর্শিদাবাদ জেলায় এই প্রথম ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে নথিভুক্ত হল কোনও তৃতীয় লিঙ্গের প্রতিনিধির নাম। এবার সেই জেলার সমস্ত তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে চলেছেন বলেই খবর।

0 0
Read Time:1 Minute, 59 Second

এবার তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের জন্য অত্যন্ত সুখবর। মুর্শিদাবাদ জেলায় এই প্রথম ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে নথিভুক্ত হল কোনও তৃতীয় লিঙ্গের প্রতিনিধির নাম। এবার সেই জেলার সমস্ত তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে চলেছেন বলেই খবর। বহরমপুরের অরুণাভ নাথ নামের ওই তৃতীয় লিঙ্গের প্রতিনিধি জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁর মোবাইলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ‘আইডি’ নম্বর চলে এসেছে। গোটা বিষয়টি জানতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত অরুণাভ-সহ জেলার অন্যান্য তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা।

প্রায় ৫০০ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন মুর্শিদাবাদ জেলায়। এবার তাঁরা সকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে। শনিবার এই বিষয়ে মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক সিরাজ দানেস্বর বলেন, “জেলার ১৫ লক্ষ ৫০ হাজার মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে আবেদন করেছেন। অরুণাভ নাথের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুমোদন এসে গিয়েছে। তৃতীয় লিঙ্গের মানুষরাও ওই প্রকল্পে আবেদন করছেন। তাঁদের আবেদনও গ্রহণযোগ্য হবে বলে আশা করছি। ওই প্রকল্পের সুবিধা পেতে স্থানীয় ব্লক অফিসে তৃতীয় লিঙ্গের মানুষরা আবেদন করতে পারেন।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দলে গুরুদায়িত্ব পেলেন ভারতী ঘোষ। এম ভারত নিউজ

দলের গুরুদায়িত্ব বাড়ল ভারতী ঘোষের। বিজেপির জাতীয় স্তরে মুখপাত্র হিসাবে ভারতী ঘোষের নাম ঘোষণা করা হল। রবিবারই দলের তরফে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।

You May Like

Subscribe US Now

error: Content Protected