Read Time:1 Minute, 20 Second
আমাজন পৃথিবীর প্রায় ২০ শতাংশ অক্সিজেন উৎপাদন করে। এক চতুর্থাংশ কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তাই আমাজন অরণ্য ‘বিশ্বের ফুসফুস’। বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের চেয়ে আরও বেশি খারাপ হতে যাচ্ছে আমাজনে এই বছরের দাবানল পরিস্থিতি। গত বছরের অগস্ট মাসে জ্বলেছিল আমাজন।

স্যাটেলাইট ইমেজ বলছে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমাজনের ১৩ হাজার বর্গকিলোমিটারের বেশি অঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে । আমাজনের দাবানল আরও বাড়বে বলেই আশঙ্কা বিজ্ঞানী মহলের । তবে, প্রতিবছর কী করে আমাজনে আগুন লাগছে সেটাই প্রশ্ন ।

নানা রকম অভিযোগ উঠেছে ইতিমধ্যেই, মনে করা হচ্ছে কাঠ ব্যবসায়ীদের অবাধ ছাড়, জমি ও খনি মাফিয়াদের সুযোগ করে দেওয়া, কর্পোরেট সংস্থাকে আমাজনের খনিজ সম্পদ তোলার অনুমতি দেওয়ার কারণের আগুন ধরিয়ে দেওয়া হয়েছে । যদিও সরকারের দাবি এই তথ্য সঠিক নয় ।
