নিজস্ব সংবাদদাতা , পূর্ব মেদিনীপুর :
করোনাই কাল! দীর্ঘকালীন পরম্পরায় ভাঙ্গন ধরাচ্ছে এই করোনা। করোনার এই কঠিন পরিস্থিতিতে এবারেও গড়াবেনা পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটার একতা পরিষদের রথের চাকা। বড় রথ নিয়ে মাসির বাড়ি যাওয়া না হলেও, আচার বিধি মেনে সমস্ত রীতি রেওয়াজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে রথ কমিটির তরফে। যদিও তা মানতে নারাজ সুতাহাটাবাসিরা। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ সালে প্রথম এই রথ যাত্রার সূচনা হয় একতা পরিষদের হাত ধরেই। আর তারপর থেকে প্রতিবছর ধুমধাম করে পালন করা হয়ে থাকে এই রথযাত্রা। আজকের দিনে গোটা গ্রামের মানুষ এই রথের দড়ি টানেন। তবে করোনার এই কঠিন পরিস্থিতি আরও ভয়াবহ তান্ডবের কারণে এবারেও টান পড়বে না রথের দড়িতে।
আজকের এই রথযাত্রারকে উপলক্ষ করে প্রতিবছর এই সুবর্ণ জয়ন্তীর মাঠে অনুষ্ঠিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান । কয়েক দিনের মেলাও বসে এই মাঠে । কিন্তু করোনার জেরে গতবারের মত এবারেও বসবে না সেই মেলা। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে রীতিনীতি মেনে পূজা অর্চনা। তবে বিকালের পরিবর্তে সকালে ছোট ছোট কাঠের তৈরি তিনটি রথে করে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, এমনটাই জানা গিয়েছে কমিটি সূত্রে। সুতাহাটা একতা পরিষদের সভাপতি সত্যব্রত দাস জানিয়েছেন ,”করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়াতে প্রশাসনের নির্দেশিকা মতোই রথটানা বন্ধ থাকছে। তবে নিয়ম রক্ষার মাঙ্গলিক আচার অনুষ্ঠান হবে। তবে এই বছরও রথযাত্রা বন্ধ হওয়ার কারণে কার্যত নিরাশ এলাকার কচিকাঁচা ,ও সাধারণ মানুষ জন।”