Read Time:1 Minute, 17 Second
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : এন সি সি-তে বেস্ট ক্যাডেটের কৃতিত্ব পেলেন তমলুকের তাম্রলিপ্ত মহা বিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র নির্মল কুমার মাজি। রাজ্যপালের কাছ থেকে রুপোর পদক পেলেন নির্মল। ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরের খড়গপুর গ্রুপের ৫৫ তম বেঙ্গল ব্যাটেলিয়ানের ক্যাডেট ছিলেন তিনি। নির্মলের এমন সাফল্যে গর্বিত তাঁর বাবা-মা, পরিবার সহ কলেজের অধ্যক্ষ। অত্যন্ত খুশি নির্মলও। পদক পেয়ে নির্মল জানান, এই পদক তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই সম্মান পেয়ে আমি অত্যন্ত খুশি। যদিও এর পেছনে বাবা ও মায়ের প্রচুর উৎসাহ পেয়েছি। পাশাপাশি প্রতিবেশীরাও তাদের যথাসাধ্য সাহায্য করেছেন। নির্মলের এই সাফল্যে গর্বিত পূর্ব মেদিনীপুরবাসীও।
