উত্তরাখণ্ডে কাজে গিয়ে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের যুবক সুদীপ গুড়িয়া। রবিবার মেঘ ভাঙা বৃষ্টিতে তুষারধসে চাপা পড়ে যায় ঋষি গঙ্গা বিদ্যুৎ প্রকল্প। সেখানেই তুষারধসে তলিয়ে যায় কাজ করতে আসা শতাধিক শ্রমিক। উত্তরাখণ্ডের এই ঋষি গঙ্গা বিদ্যুৎ প্রকল্পেই কাজ করতেন ওই যুবক। শনিবার রাতে শেষবারের মত পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয় যুবকের। তারপর সকাল থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইতিমধ্যে যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজে নেমেছে সেনা, বায়ুসেনা, আইটিবিপির জওয়ানরা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী সতেরো জনের দেহ উদ্ধার হলেও নিখোঁজ বহু। তবে এখনও খোঁজ মেলেনি সুদীপের। বর্তমানে তাঁর খোঁজে উদ্বিগ্ন পরিবার। এদিকে, সুদীপের পাশাপাশি এরাজ্যের আরও দুই শ্রমিকের হদিশ মেলেনি। উত্তরাখণ্ডের ঘটনায় যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিটি মুহূর্তের ওপর নজর রাখছে স্বরাষ্ট্র মন্ত্রক।