রঙের উৎসব গোটা দেশ জুড়ে। রাত পোহালেই হোলি পালন করতে পুরো দেশ। ঠিক তার আগেই বড়সড় বিপর্যয় গুরুগ্রামে। হঠাৎ করেই ভেঙে পড়ে নির্মীয়মান উড়ালপুলের একটি অংশ। রবিবার সকালে দৌলতাবাদের কাছে হঠাৎই ভেঙে পড়ে গুরুগ্রাম – দ্বারকা এক্সপ্রেসওয়ের একটি অংশ। এই দুর্ঘটনায় তিনজন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। দুর্ঘটনার সময় ওই তিনজন শ্রমিক ওই অংশে কর্মরত ছিলেন বলেই জানা যাচ্ছে।
রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ হঠাৎই বিরাট শব্দে ভেঙে পড়ে উড়ালপুলটির একাংশ। ছুটির দিন বলেই খুবই কম শ্রমিক এবং কর্মীরা উপস্থিত ছিলেন সেখানে।অন্য দিন দুর্ঘটনাটি ঘটলে আহতের সংখ্যা অনেক বাড়ত বলেই মনে করা হচ্ছে।
কিন্তু কীভাবে ভেঙে পড়ল উড়ালপুলটি, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। জাতীয় সড়ক মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কীভাবে ঘটল এই ঘটনা তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই কাজটি দ্রুত শেষ করার আদেশ দেওয়া হয়েছিল বলেই সূত্রের খবর।