বিজেপি নেতা মণীশ শুক্লর দেহের ময়নাতদন্ত নিয়ে ধুন্ধুমার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার সকালে এনআরএসে নিহত বিজেপি নেতার দেহ ময়নাতদন্ত করতে নিয়ে আসা হয়। অভিযোগ, তখন হাসপাতালের ভেতরে কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন ঢুকতে গেলে তাঁকে বাধা দেয় পুলিশ। দীর্ঘক্ষণ চেষ্টা করেও বাধাপ্রাপ্ত হন কেন্দ্রীয় নেতা। পরে হাসপাতালে যান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিং, সব্যসাচী দত্ত সহ একাধিক প্রথমসারির বিজেপি নেতৃত্ব। তাঁদেরকেও প্রথমে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপি নেতাদের ভিতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ।
এদিন হাসপাতালে যান লকেট চট্টোপাধ্যায়ও। এদিন দুপুরে হাসপাতালের গেটের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। এরপর মণীশ শুক্লার পরিজনদের সঙ্গে বিজেপি নেতাদের হাসপাতালে ঢোকার অনুমতি দেয় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, NRS হাসপাতালে করোনা রোগী রয়েছে। তাই এই হাসপাতালে সবাইকে ঢুকতে দেওয়া সম্ভব নয়। এদিন বিজেপি নেতা অর্জুন সিং বলেন, এরাজ্যে মমতাতন্ত্র চলছে, তবে বিজেপি তাতে ভয় পায় না।