দুর্ঘটনার কালো ছায়া তিলোত্তমার বুক থেকে কিছুতেই যেন সরছে না। একের পর এক দুর্ঘটনায় বারবার রক্তাক্ত হচ্ছে মহানগরী। বাঘাযতীন, চিংড়িঘাটা, নাগেরবাজার উড়ালপুলে পথদুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও শহরে ফের দুর্ঘটনা।
জানা গিয়েছে যে, ভর সন্ধেয় মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটেছে মিনিবাসের বেপরোয়া গতির জেরেই। একটি মিনিবাস পরপর একাধিক বাইক ও ট্যাক্সিকে ধাক্কা মারে। বাসটি সন্তোষপুর থেকে বিবাদী বাগের দিকে যাচ্ছিল। সূত্রের খবর, ভয়াবহ পথদুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ইতিমধ্যেই, আশংকাজনক অবস্থায় আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, নাগেরবাজার উড়ালপুলে দুর্ঘটনায় পর আরোও তত্পরতা বেড়েছে পুলিশের তরফে। আজ সকাল থেকে কড়া নজরদারি শুরু হয়েছে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে । উড়ালপুলে যে সব গাড়ি উঠছে, পরীক্ষা করা হচ্ছে তার কাগজপত্রও । জরিমানা করা হচ্ছে হেলমেটবিহীন বাইক চালকদের ।