নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ
দেশ জুড়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম। আর তা নিয়েই আজ আমতায় অবস্থান বিক্ষোভে বসেছে তৃণমূল। বিধানসভা নির্বাচন ২০২১ পার হতে না হতেই ,গত কয়েক মাস ধরে প্রায় ৩২ দফায় দেশব্যপি অস্বাভাবিক হাড়ে বেড়ে চলেছে পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাস সহ একাধিক পেট্রোপন্যের দাম। যার ফলে স্বভাবতই সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষকে । আর এবার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেট্রোপন্যের সেঞ্চুরি করতেই পথে নামল গ্রামীণ হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব।

শনিবার সকাল ১০ টা থেকেই আমতা ১ নং ব্লকের সিরাজবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমতা উদয়নারায়নপুর রাজ্য সড়কের গগন মোড় এলাকার একটি রাষ্ট্রায়াত্ত্ব তেল প্রস্তুতকারী সংস্থার পেট্রোল পাম্পের সামনে অনিদিষ্টকালীন অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ড.নির্মল মাজি। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন চক্রবর্তী,ধনঞ্জয় বাকুলি সহ অন্যান্যরা। জানা যাচ্ছে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম অবস্থান বিক্ষোভের বসতে চলেছেন জেলা তৃণমূল কংগ্রেস। মূলত পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে বাসভাড়া বাড়ানোর দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন বাস সংগঠনের মালিকেরা। তবে এই কঠিন পরিস্থিতিতে বাস ভাড়া বৃদ্ধি করলে সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষদের, আর সেই কথা ভেবেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হল তৃণমূল।