নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনলিপি প্রকাশ করার পর থেকেই সাধারণ মানুষের চোখ ছিল ভোটের প্রার্থী তালিকার দিকে। ইতিমধ্যেই গতকাল প্রকাশ পেয়েছে তৃণমূল এবং যুক্ত মোর্চা সম্প্রদায়ের প্রার্থী তালিকা। তবে বাকি ছিল বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়া। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছিলেন, বিরোধীপক্ষের শেষ দাবার চাল দেখেই গুটি সাজাচ্ছে বিজেপি সরকার। তৃণমূল এবং যুক্তমোর্চার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর এই সন্ধ্যা রাতে প্রকাশ পেল বিজেপির প্রার্থী তালিকা।

বিজেপির অসম প্রদেশের সভাপতি রঞ্জিত কুমার দাস, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সেনওয়াল, শরিক দল অসম গণপরিষদের কেন্দ্রীয় সভাপতি ডেমোক্রেটিক অ্যালায়েন্স’ হিমন্ত বিশ্ব শর্মা সর্বভারতীয় অন্যতম মুখপাত্র নুপুর শর্মাকে নিয়ে কয়েকজন প্রার্থীর নাম ঘোষনা করেছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুন সিংহ।
ইতিমধ্যেই গতকাল সন্ধ্যাবেলা পৌনে সাতটা নাগাদ প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক অরুন সিংহ। গতকাল এই সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছিল বিজেপির সর্বভারতীয় সদরদপ্তরে সেখানেই এই সাংবাদিক সম্মেলনে ১২৬ টি কেন্দ্রকে নিয়ে অসীম বিধানসভার ৭০ টি আসনের প্রার্থী তালিকা জারি করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে।
প্রথম দফার এই প্রার্থী তালিকা নাম বাদ পড়েছে ১১ জন পুরাতন বিধায়কের । আগামী সাতাশে মার্চ এবং ১লা এপ্রিল দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে চলেছে বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত।