0
0
Read Time:46 Second
বিতর্কিত কৃষি বিল পাশ হওয়াকে কেন্দ্র করে দিনভর পার্লামেন্টের লনে ধর্নায় বসে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়ন, আম আদমি পার্টির সঞ্জয় সিংহ, কংগ্রেসের রাজীব সাতভ এবং সিপিএমের কে কে রাগেশ সহ আরও বহু সদস্য । “আমরা কৃষকদের পক্ষে লড়াই করব” এমনই লেখা ছিল তাঁদের হাতের প্ল্যাকার্ডে । রাতেও একই অবস্থা, ওঠেনি ধর্না । সংসদ ভবনের সামনেই তাঁরা রাত কাটাবেন বলে জানা যায় ।