করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল অবস্থা দেশের। কিছুতেই নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছেনা পরিস্থিতি। জারি মৃত্যু মিছিল। এই অবস্থায় প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর খবর। দিব্যি ঢাকঢোল বাজিয়ে মহা সমারহে করোনা দেবীর পুজো চলছে তামিলনাড়ুর একটি মন্দিরে। এমনকি বানানো হয়ছে করোনা দেবীর মুর্তিও। তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কামাতচিপুরি অধিনাম মন্দিরেই গড়া হয়েছে করোনা দেবীর মূর্তি। এই মন্দিরের দায়িত্বে থাকা শিবলিঙ্গেস্বরার নামক ব্যক্তি জানান যে আগেও যে কোনো মহামারী পরিস্থিতিতে মানুষ সেই রোগের দেবদেবী বানিয়ে পুজা করেছে মহামারী থেকে উদ্ধার পাওয়ার জন্য। এবারেও ব্যতিক্রম হয়নি তার। এমন মুর্তি ও মন্দির কোয়েম্বাটুরে আরও আছে বলেই জানান তিনি। যেমন প্লেগ মারিয়াম্মান মন্দির। কামাতচিপুরি অধিনাম মন্দিরের পক্ষ থেকে করোনা দেবীর উদ্দ্যেশ্যে একটি মহাযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে ৪৮ দিনের বিশেষ প্রার্থনার পর। সব সেই সময় মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকবে বলেই খবর মন্দির সূত্রে।
সংক্রমণ কমাতে করোনা দেবীর মহাযজ্ঞ তামিলনাড়ুতে । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 43 Second