আজ ফের বৈঠকে বসবেন কেন্দ্র এবং কৃষক প্রতিনিধিরা। গতকাল তাদের পূর্ব নির্ধারণ অনুযায়ী ট্রাক্টর মার্চ করেন কৃষকেরা। দিল্লির বিভিন্ন সীমান্ত থেকে রাজধানীর উদ্দেশ্যে এগিয়ে আসে ট্রাক্টর মার্চ। কৃষক প্রতিনিধিরা জানিয়েছেন এর আগেও বহু দফায় হয়েছে এই বৈঠক। কিন্তু প্রত্যেকটি বৈঠকই হয়ে গেছে নিষ্ফল। নতুন কৃষি আইন এর তিনটি আইন প্রত্যাহার করা নিয়ে এই সমস্ত আন্দোলন, কিন্তু কেন্দ্র মানতে নারাজ । কোনভাবেই এই আইনের প্রত্যাহারকে স্বীকৃতি দিচ্ছে না কেন্দ্র উপরন্তু আইনের সংশোধনের কথাই বলছেন ।

আজ দুপুর দুটোয় বিজ্ঞান ভবনে নতুন করে আবার বৈঠকের আয়োজন করা হয়েছে সেই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রের তরফ থেকে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, বাণিজ্যমন্ত্রী সোমপ্রকাশ এবং খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল। অপরদিকে কৃষক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এই বৈঠকে। গত বৈঠকের পূর্বেই কৃষকেরা হুঁশিয়ারি জানিয়েছিলেন এই বলে যে ৪ তারিখের বৈঠক নিষ্ফল হলে হবে ট্রাক্টর মার্চ বন্ধ হবে শপিংমল ও পেট্রোল পাম্প।

গত সোমবার এই একই রকম বৈঠকে কেন্দ্রের তরফ থেকে জানানো হয় কৃষি বিল সংশোধনের কথা এবং সেই মুহূর্তে গর্জে ওঠেন কৃষক প্রতিনিধিরা। ফলে সেদিনের বৈঠক হয়ে যায় নিষ্ফল। কৃষক প্রতিনিধিরা জানিয়েছেন ২৬ শে জানুয়ারির মধ্যে যদি এই বিল প্রত্যাহার না করা হয় তাহলে এই আন্দোলন চরমতম সীমা অতিক্রম করবে। এর থেকেও বড় ট্রাক্টর মার্চ হবে সেই দিন।