Read Time:1 Minute, 39 Second

আজ মঙ্গলবার, আজ থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দলের মধ্যে থেকে চারটি দল উঠে এসেছে সেমিফাইনালে। বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা দলগুলি হল আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও মরক্কো। সেমিফাইনালে ওঠা চারটি দলের মধ্যে থেকে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার মধ্যে। দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে ওঠা মরক্কো।
১৪ই ডিসেম্বর ভারতীয় সময় ১২টা ৩০ মিনিটে আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়া। এবছর বিশ্বকাপটি মেসির শেষ বিশ্বকাপ তাই সকলেই তাকিয়ে এই ম্যাচের দিকে। আজ আর্জেন্টিনার মেসির মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার মাদ্রিচ। এখন দেখার শেষ পর্যন্ত কোন দল ফাইনালে ওঠে।

আরও পড়ুন