আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে সপ্তম দফার ভোট গ্রহণ। সকাল ৯:৩০ পর্যন্ত মোট ভোট পড়েছে ১৭. ৯৫ শতাংশ। রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ একদিকে পাল্লা দিয়ে বেড়ে চলেছে , এরই মধ্যে সমস্ত রকম কোভিড বিধি মেনেই চলছে সপ্তম দফার ভোট গ্রহণ। সপ্তম দফায় রাজ্যের পাঁচ জেলার ৩৪ টি বিধানসভা আসনে চলছে ভোট। এই ৩৪টি বিধানসভার মধ্যে রয়েছে কলকাতার ভবানীপুর এবং বালিগঞ্জের মতো কেন্দ্রগুলিও । এই দফায় ৩৬ আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে দুই প্রার্থীর মৃত্যুর পর ওই দুই আসনে ভোট আপাতত স্থগিত রাখা হয়েছে।
প্রায় প্রতিটি কেন্দ্রে দেওয়া হয়েছে কড়া নিরাপত্তায়। নিরাপত্তার কথা মাথায় রেখে এদিনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি ৮ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকছে। ২০২১ এর সপ্তম দফা নির্বাচন বেশ কয়েকজন তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এছাড়া ৪ জন মন্ত্রীরও ভাগ্য নির্ধারণ হবে। মন্ত্রীদের মধ্যে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক। তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল, অভিনেত্রী সায়নী ঘোষ এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ।
কলকাতাতে ভোটগ্রহণ হচ্ছে চার আসনে, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ। মুর্শিদাবাদে ভোটগ্রহণ চলছে ৯ টি আসনে ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম। পশ্চিম বর্ধমানেও ভোটগ্রহণ চলছে ৯টি আসনে, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি। মালদা মোট ভোটগ্রহণ চলছে ৬ টি আসনে ,হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া।দক্ষিণ দিনাজপুরে ভোটগ্রহণ চলছে ৬ টি আসনে যথা ,কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।