
১৯৫০ সালে ২৫ শে জানুয়ারি গঠিত হয় ভারতের নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন ভোটারদের ভোট দানে উৎসাহিত করার জন্য আজকের দিনটিতে জাতীয় ভোটার দিবস পালন করা শুরু হয় । প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় ভোটার দিবস দিনটি পালন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির রূপে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতীয় জাতীয় ভোটার দিবস পালন করার একমাত্র উদ্দেশ্য হলো নতুন ভোটারদের ভোট দানে উৎসাহিত করার পাশাপাশি ভোট দানের প্রয়োজনীয়তা এবং গুরুত্বপূর্ণতা সম্পর্কে সাধারণ মানুষকে জ্ঞাত করা। ২০১১ সাল থেকে ২০২১মোট সব মিলিয়ে ১১ তম বর্ষে পদার্পণ করল ভারতীয় জাতীয় ভোটার দিবস।

জাতীয় ভোটার দিবস কে কেন্দ্র করে গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটের মাধ্যমে সকল ভারতীয় ভোটারদের জানান আমাদের দেশ পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্র। সেই গণতন্ত্র, যেখানে ভোটাররাই শেষ কথা। ভোটদাতাদের আমরা কুর্নিশ জানাই। আমরা সবাই নাগরিক।’’ রাজ্যপালের বার্তা ছিল, ‘‘গণতন্ত্রে আমাদের বিশ্বাস আরও মজবুত করতে হবে। গণতন্ত্রে ভোটাধিকার প্রাথমিক শর্ত। ভোটাধিকার প্রয়োগে আমাদের বাধাহীন, নির্বিঘ্ন এবং স্বাধীন মতপ্রকাশের পরিবেশ রাখতে হবে। আমরা সকলেই সেই লক্ষ্যে কাজ করব।’’