আজই হতে পারে বাইপাস সার্জারি।রাষ্ট্রপতি ভবন সূত্রে এই কথাই জানানো হয়েছে।হাসপাতাল সূত্রে খবর, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন। সেনা হাসপাতাল থেকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়েছিল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে । সেখানেই শারীরিক অবস্থার পরীক্ষার পর চিকিৎসকরা তাঁর বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।
জানা যাচ্ছে, আজই হতে পারে বাইপাস সার্জারি , হাসপাতালে ইতিমধ্যেই কোবিন্দের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তবে উদ্বেগের কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছে রাষ্ট্রপতি ভবন।তবে আরও একটি বিষয় চিকিৎসকরা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির বয়স সত্তরোর্ধ্ব। তাই তার প্রতিক্রিয়া স্বরূপ এই অসুস্থতা নাকি অন্য কোনও কারণে বুকে ব্যথা তার দিকে নজর দিচ্ছেন তাঁরা। গতকাল হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই NCT বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।