গতকাল অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ দেবী শেট্টির তত্ত্বাবধানেই বসানো হবে স্টেন্ট । ইতিমধ্যে হাসপাতাল এর তরফ থেকে খবর দেওয়া হয়েছে,চিকিৎসক সপ্তর্ষি বসু ও সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে রয়েছেন মহারাজ। গতকাল দুপুরের দিকে হঠাৎ করেই বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করেন সৌরভ গঙ্গোপাধ্যায় তারপর তাঁকে তড়িঘড়ি অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।পরবর্তীতে তাঁর শরীরের প্যারামিটার গুলো চেক করে বলা হয়,যে তা সঠিকভাবে কাজ করছে ।তবে তাঁর ইসিজি রিপোর্টে সামান্য সমস্যা থাকলেও তা গুরুত্বপূর্ণ কোন সমস্যা বলে মনে করছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। আজ হৃদযন্ত্র বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানেই সৌরভের স্টেন্ট বসানো হবে বলে জানানো হয়েছে। বুধবার অ্যাপোলোয় নিয়ে আসার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের লিপিড প্রোফাইল-সহ একাধিক রক্ত পরীক্ষা, ECG, ইকো-কার্ডিওগ্রাম করা হয়৷ বৃহস্পতিবার তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হবে।
কিছুদিন আগে দোসরা জানুয়ারি, সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর বাড়িতে ওয়ার্ক আউট করার সময় হঠাৎ করেই বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করেন এবং ব্ল্যাক আউট হয়ে পড়ে যান। পরবর্তীতে তাঁকে উডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর হৃদযন্ত্রে ব্লক ধরা পরে এবং পরবর্তীতে হৃদযন্ত্র বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেট্টির তত্ত্বাবধানেই তাঁকে সাতদিন উডল্যান্ড হাসপাতালে রেখে দেওয়া হয় । পূর্বে সৌরভের অসুস্থতার খবর শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। পুনরায় অসুস্থ হয়ে পড়ার ফলে কৈলাশ বিজয় বর্গী থেকে শুরু করে অমিত শাহ প্রত্যেককেই একে একে তাঁর আরোগ্য কামনা করেছেন।